ছবি : সংগৃহীত
বহুল আলোচিত পিলখানা গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা অফিসারদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই অভিযোগ জমা দেন।
এই অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর নাম রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘পিলখানা সংগঠিত বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আগামী ৫ সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।’
এই কমিটিতে থাকবেন— অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে সাতজন হতে পারে। তবে কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ বিষয়ে কমিশন গঠনের দাবি করছে জানালে উপদেষ্টা বলেন, ‘তদন্ত কমিটি আর কমিশনের মধ্যে বেশি একটা ফারাক নেই।’
আইন মন্ত্রণালয়ের সাথে বিভ্রান্তির প্রশ্নে তিনি জানান, ‘আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্তি নেই। প্রয়োজন হলে আইন উপদেষ্টার সাথে আবারও বসব।’
বাংলাবার্তা/এমআর
.png)
.png)
.png)



