ছবি : সংগৃহীত
আত্মগোপনে থাকা বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল হাসান রিপু গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা দায়ের আছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব তাকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের এই কর্মকর্তা জানান, রাগিবুল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া সদর আসনের উপনির্বাচনে নির্বাচিত হন রাগিবুল। তিনি ২০১৪ সালের ‘বিনাভোটের’ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন। মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
বাংলাবার্তা/এমআর
.png)
.png)
.png)



