ছবি : সংগৃহীত
দেশ ছেড়ে পালানো স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্ত করছে বাংলাদেশ সরকার। এই তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সময় বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এই কথা জানান প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল।
এ ছাড়াও বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা পদক্ষেপকেও স্বাগত জানিয়েছে আমেরিকা। এছাড়াও এই নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ নিয়ে দেশটি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।
এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান। তিনি বলেন, বাংলাদেশ সরকার ঘোষণা করেছে— তারা সম্ভবত ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচন আয়োজন করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই যা শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দেবে।
বাংলাবার্তা/এমআর
.png)
.png)
.png)



