ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গাজা সিভিল ডিফেন্স ও ইমার্জেন্সি ডিরেক্টরেট এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
উল্লেখ্য, আল-মাওয়াসি এলাকাকে ইসরায়েল তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করলেও সেখানে নিয়মিত হামলা চালানো হচ্ছে।
এদিকে একই দিনে উত্তর গাজা উপত্যকায় পৃথক এক হামলায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজার ৪০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
টানা হামলায় গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আরও ৪২৪ ফিলিস্তিনি নিহত এবং ১,১৮৯ জন আহত হয়েছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



