ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ বেড়েছে। একক জুটি নির্ভরতা থেকে বেরিয়ে নানামুখী শিল্পীদের নিয়ে নির্মিত হচ্ছে এ ধরনের গল্পভিত্তিক নাটক। সেই ধারাবাহিকতায় আবারও নির্মিত হচ্ছে পারিবারিক নাটক— ‘ডিয়ার ফ্যামিলি’।
সাজ্জাদ হোসেন বাপ্পির পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ফররুখ আহমেদ রেহান ও মালাইকা চৌধুরী।
সম্প্রতি নাটকটির শুটিং সেট থেকে একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে শিল্পীদের উপস্থিতি দর্শকের কৌতূহল বাড়িয়েছে।
জানা গেছে, দুই দিন আগে নাটকটির শুটিং শুরু হয়েছে এবং আরও দুই দিন চলবে।
ফররুখ আহমেদ রেহান কালের কণ্ঠকে বলেন, “খুব সুন্দর একটি গল্প নিয়ে আবারও ফিকশনে ফিরেছি। এখানে দুটি জুটি রয়েছে।
মালাইকার সঙ্গে এটি আমার প্রথম কাজ, প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করছি। সব মিলিয়ে দারুণ আনন্দ নিয়ে কাজটি করছি। আশা করছি দর্শক একটি ভালো নাটক উপভোগ করবে।”
সিনেমাওয়ালা প্রযোজিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, সাবেরি আলমসহ অন্যান্য শিল্পীরা।
আসন্ন ঈদে নাটকটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



