ছবি: সংগৃহীত
প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ বাতিল করা হয়েছে।
এর আগে সি অ্যান্ড এফ এজেন্টদের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। নতুন বিধিমালার মাধ্যমে তাদের কার্যক্রমকে আরও সহজ, যুগোপযোগী এবং স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান বিধিমালার উল্লেখযোগ্য দিকগুলো হলো-
১. কাস্টমস স্টেশনভিত্তিক লাইসেন্স সংখ্যার জন্য আর এনবিআরের পূর্বানুমোদন লাগবে না। পরীক্ষায় উত্তীর্ণ সব যোগ্য প্রার্থী লাইসেন্স নিতে পারবেন।
২. প্রতি বছর নির্ধারিত সময়ে নিয়মিত পরীক্ষা আয়োজন করে লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৩. কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে লাইসেন্সধারীরা অন্য সচল কাস্টমস স্টেশনে কার্যক্রম চালাতে পারবেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)


