ছবি: সংগৃহীত
সূচকের পতনের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৭ হাজার ৩৭১ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.০৭ শতাংশ বা ৭ হাজার ৩৭১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা।
চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪১.৫৭ পয়েন্ট বা ২.৮২ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৪২.৪৮ পয়েন্ট বা ২.২০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ৩২.০৬ পয়েন্ট বা ৩.০৩ শতাংশ।
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৫৬৮ কোটি ২৭ লাখ টাকা।
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ৬৫ লাখ টাকা বা ২১.৬৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪১১ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫২৫ কোটি ১১ লাখ টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টি কোম্পানির, কমেছে ৩২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২.০৬ শতাংশ ও ১.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৭৪৭.১৪ পয়েন্টে ও ৮৪৭৩.১৬ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ১.৮১ শতাংশ ও সিএসআই সূচক ১.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫৮.০৩ পয়েন্টে ও ৮৬৫.২০ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক কমেছে ২.০২ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১২১৭৬.০২ পয়েন্টে।
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১১০ কোটি ৯২ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৫৩ কোটি ১৯ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির কোম্পানির শেয়ার দর।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



