ছবি: সংগৃহীত
দুই দিনের ভারত সফরে রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিরল কূটনৈতিক সৌজন্যে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রানওয়েতে দাঁড়িয়েই করমর্দনের পর পুতিনকে আলিঙ্গন করে নয়াদিল্লি-মস্কো সম্প্রীতির বার্তা দেন তিনি। তার পর একই গাড়িতে রওনা হন তারা।
সাধারণ প্রোটোকল অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্র নেতা ভারত সফরে গেলে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। কখনও বা দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো মন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রী মোদি এবার সেই প্রটোকল ভেঙেই পুতিনকে স্বাগত জানিয়েছেন। এ বারের সফরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেবেন পুতিন।
তা ছাড়া শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউজের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে। তার মধ্যে অন্যতম, রাশিয়া থেকে ভারতের আরো এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা।
গত তিন বছরে একবারও ‘বন্ধু’ দেশ ভারতে যাওয়া হয়নি পুতিনের। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিনি নয়াদিল্লিতে পা রেখেছেন।
তবে খালি হাতে সেখানে যাননি। মিত্রতার চিহ্ন হিসাবে সামরিক সমঝোতার ডালি নিয়ে গেছেন পুতিন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



