ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও প্রায় ১,১৭২ জন জাল সনদধারী শিক্ষক–কর্মচারীকে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়া এসব ব্যক্তির কাছ থেকে বেতন–ভাতা বাবদ প্রায় ২৫৩ কোটি টাকা ফেরত নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেহাত হওয়া ৭৯৩ একর জমি উদ্ধার করতেও সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন করে ডিআইএ। প্রতিবেদনে ৪০০ শিক্ষক-কর্মচারীর সনদ জাল এবং ৩০০ এর অধিকের সনদ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য এই প্রতিবেদন থেকে দেখা যায়, জাল চিহ্নিত হওয়া এক হাজার ১৭২ জন জাল সনদধারীর মধ্যে রাজশাহী বিভাগে ৭৭৯, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০, খুলনায় ১৭৯, চট্টগ্রামে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিআইএ’র প্রতিবেদন অনুযায়ী, এনটিআরসিএ’র শিক্ষক নিবন্ধন সনদ, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়েল, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাল করা হয়েছে।
ডিআইএর পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানিয়েছেন, খুব শিগগিরই জাল সনদধারীদের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও সতর্ক করে বলেন, ডিআইএ পরিদর্শনের নামে কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়ানো থেকে সবাইকে কঠোরভাবে বিরত থাকতে হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



