ছবি: সংগৃহীত
বিশ্বকাপের দামামা বেজে উঠছে আজ! ২০২৬ সালের বৈশ্বিক এই আসরের ১৮৮ দিন আগেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে আজ হবে ড্র অনুষ্ঠান। গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ, দলগুলোর ফাইনালে যাওয়ার পথ কতটা কঠিন; সেসবই জানা যাবে ড্র শেষে। ৪৮ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪২ দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মহাদেশীয় প্লে অফ খেলে আসবে আরো ছয়টি দল।
তাই সব দলই অধীর রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র। ফিফার ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে দেখা যাবে সরাসরি ড্র অনুষ্ঠান।
দল বাড়ায় বেড়েছে গ্রুপের সংখ্যাও।
সর্বশেষ ফিফা র্যাংকিংয়ের ওপর ভিত্তি করে ৪৮টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি পটে থাকছে ১২টি করে দল। স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা ১ নম্বর পটে জায়গা পেয়েছে। ফিফা আগেই চূড়ান্ত করে রেখেছে স্বাগতিক তিন দেশের গ্রুপ।
যুক্তরাষ্ট্র থাকবে ‘ডি’ গ্রুপে, মেক্সিকো ‘এ’ গ্রুপে এবং কানাডার জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। র্যাংকিংয়ের শীর্ষ চার দল স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড একই গ্রুপে পড়বে না। ড্রয়ের বিপরীত ভাগে থাকবে এই দেশগুলো, যাতে তারা ফাইনালের আগে মুখোমুখি না হয়। এ ছাড়া একই মহাদেশের দুটি দল একই গ্রুপে পড়ার সুযোগ নেই, শুধু ইউরোপ ছাড়া। এই মহাদেশের দল বেশি থাকায় সর্বোচ্চ দুটি দল এক গ্রুপে থাকতে পারে।
পট ১ দিয়ে শুরু হবে ড্র। এভাবে প্রতিটি পটের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হবে। দল বাড়ার কারণে এবার যোগ হয়েছে আরেকটি নক আউট পর্ব, রাউন্ড অব ৩২। ১২টি গ্রুপের সেরা দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল যাবে ৩২ দলের লড়াইয়ে।
ড্র অনুষ্ঠান পরিচালনা করবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্নিনান্দ। তার সঙ্গে থাকবেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। গানের সুরে ড্র অনুষ্ঠান মাতিয়ে রাখবেন আন্দ্রে বোচেল্লি, রবি উইলিয়ামস ও নিকোল শেরিজিংগার।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



