ছবি: সংগৃহীত
চট্টগ্রামে মো. আসাদুজ্জামান খাঁন নামে এক রাজস্ব কর্মকর্তাকে (আরও) গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে এই ঘটনা ঘটেছে। মো. আসাদুজ্জামান খাঁনের একাধিক সহকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখায় কর্মরত রয়েছেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা বিজনেস বার্তাকে জানিয়েছেন, আসাদুজ্জামান একজন সৎ কর্মকর্তা। অনৈতিক অনৈতিক সুবিধা গ্রহণ না করায় এই কাস্টমস কর্মকর্তাকে হত্যা করতে গাড়িতে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। মামলা করতে তিনি বর্তমানে থানায় রয়েছেন। সৎ কর্মকর্তাদের ভয় দেখিয়ে রাজস্ব ফাঁকি ও অনৈতিক সুবিধা নিতে হাউসে একটি চক্র দীর্ঘদিন কাজ করে আসছেন। এরই অংশ হিসেবে আসাদুজ্জামানকে হত্যার চেষ্টা করা হয়েছে।
অপরদিকে, এর আগে ৫ অক্টোবর একটি মোবাইল নাম্বার (01799-644816) থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আসাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছেন। ৬ অক্টোবর আসাদ চট্টগ্রাম বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে বলা হয়, ‘আমি মো. আসাদুজ্জামান খাঁন, রাজস্ব কর্মকর্তা, চট্টগ্রাম কাস্টম হাউজ। ৫ অক্টোবর 01799-644816 মোবাইল নাম্বার থেকে বিকেল সাড়ে ৪টার দিকে হাউসে অবস্থান করাকালীন সময়ে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকি প্রদান করেন। এবং আমাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



