ছবি: সংগৃহীত
ইংলিশ তারকা ব্যাটার হ্যারি ব্রুক আইপিএল থেকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হলেন। তবে তার এই নিষেধাজ্ঞা এসেছে সম্পূর্ণ ভিন্ন কারণে। নতুন নিয়মে ইংল্যান্ডের এই ব্যাটারকে ২০২৮ সাল পর্যন্ত আইপিএল থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মাত্র ২৫ বছর বয়সী ব্রুকের এই পরিস্থিতি তৈরি হয়েছে টানা দুই মৌসুমে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে।
২০২৪ সালে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে দলে নিলেও শুরু হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেন। পরের মৌসুমেও পুনরাবৃত্তি—৬.২৫ কোটি রুপিতে দলে নিলেও আবারও খেলতে পারবেন না বলে ঘোষণা দিলেন।
এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর তীব্র অভিযোগের ভিত্তিতে বিসিসিআই কঠোর অবস্থান নেয়। নতুন নিয়ম পরিষ্কারভাবে বলছে, নিলামে নাম তোলার পর দল নির্বাচিত হলে এবং তারপর টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিজেকে অনুপলব্ধ করলে খেলোয়াড়কে দুই মৌসুমের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।
এই নিয়মের প্রথম শিকার হিসেবে নাম উঠল ব্রুকের। এখন তাকে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের মেগা নিলাম পর্যন্ত।
অন্যদিকে, সামনে দাঁড়িয়ে আইপিএল ২০২৬ এর মিনি নিলাম, যা অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায়।
১,৩৯০ জন ক্রিকেটারের নিবন্ধনের মধ্য থেকে বাছাইকৃত ৩৫০ খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
এর মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি।
উল্লেখযোগ্য হলো, এই তালিকায় রয়েছে ২২৪ জন অনূর্ধ্ব ভারতীয় এবং ১৪ জন অনূর্ধ্ব বিদেশি ক্রিকেটার, যা আইপিএলের বিস্তৃত স্কাউটিং নেটওয়ার্ককে আরও স্পষ্ট করে দেয়।
নিলামে মোট ৭৭ জনকে দলে নেওয়ার সুযোগ রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশি কোটা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



