ছবি: সংগৃহীত
ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার যেন মিলনমেলায় পরিণত হয়েছিল। রেড কার্পেটে হেঁটে একসঙ্গে অনুষ্ঠানে আসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তারও আগে থেকে আসতে থাকেন অতিথিরা। যেনতেন অতিথি নয়, সবাই সাবেক তারকা ফুটবলার কিংবা ইতিহাস রচিত কোচ।
ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদো ফেনোমেনোন, কাকার সঙ্গে দেখা গেল ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তিকেও। ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্র শুরুর বেশ কিছু সময় আগে বিশ্বকাপ ট্রফি হাতে মঞ্চে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বর্তমান বিশ্বকাপজয়ী কোচ খানিকটা আবেগে মিশে গেছেন বলেই মনে হলো। চোখ ছলছল করছিল তাঁর।
গত রাতের ড্রয়ে অবশ্য সহজ প্রতিপক্ষই পেয়েছে লিওনেল মেসিরা। ‘জে’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্দানের।
৪৮ দলের এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪২ দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। মহাদেশীয় প্লে অফ খেলে আসবে আরো ছয়টি দল।
তাদের রেখেই হয়েছে ড্র; যেখানে ‘সি’ গ্রুপে জায়গা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তাদের প্রতিপক্ষ আফ্রিকার জায়ান্ট মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং একবারের চ্যাম্পিয়ন স্পেন পড়েছে একই গ্রুপে। ‘এইচ’ গ্রুপে তাদের সঙ্গী সৌদি আরব ও নবাগত কেপ ভার্দে। বিশ্ব ফুটবলে গোল মেশিন তকমা
পাওয়া দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের লড়াই দেখা যাবে বিশ্বকাপে।
কেননা ফ্রান্স ও নরওয়ে পড়েছে একই গ্রুপে। ‘আই’ গ্রুপে তাদের সঙ্গে আছে সেনেগাল ও প্লে অফ জয়ী দল। ‘ই’ গ্রুপে জায়গা হয়েছে চারবারের বিশ্বসেরা জার্মানির। গ্রুপ পর্বে তারা মুখোমুখি হবে কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডরের।
ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্নিনান্দ। তাঁর সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন। এর আগে ড্র অনুষ্ঠানের মঞ্চে আসেন তিন স্বাগতিক দেশের প্রধান। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ নিজ দেশের নাম তুলে ধরেন। যদিও আগে থেকে ফিফা ঠিক করে রেখেছিল মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র খেলবে ‘ডি’ গ্রুপে। ড্রর আগে ‘শান্তি’ পুরস্কার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকে একত্র করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি এনে সেই বার্তা ছড়িয়ে দিয়েছেন বলেই এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো।
দল বাড়ার কারণে এবার যোগ হয়েছে আরেকটি নক আউট পর্ব, রাউন্ড অব ৩২। ১২টি গ্রুপের সেরা দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল যাবে ৩২ দলের লড়াইয়ে। এরপর ধাপে ধাপে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল হয়ে সেমিফাইনাল এবং সব শেষে দুই দলের শিরোপাযুদ্ধের ফাইনাল। ২০২৬ সালের ১১ জুন পর্দা উঠবে বৈশ্বিক এই আসরের। এক মাস আট দিনের লড়াই শেষে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপা লড়াই।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



