ছবি: সংগৃহীত
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এই সফরের টেস্ট দুটি শুধু মুশফিকুর রহিমের জন্যই নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের জন্যই 'স্পেশাল' হতে যাচ্ছে। মাঠে নামলেই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিক।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই ১০০ টেস্ট খেলার সৌভাগ্য হয়নি। এর দায়টা অবশ্য আইসিসিরই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের মতো এতো টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশের মতো দলগুলো। যে কারণে মুশফিক-তামিমদের অনেক পরে ক্যারিয়ার শুরু করেও শতাধিক টেস্ট খেলে ফেলেছেন জো রুট, স্টিভ স্মিথ, বিরাট কোহলিরা।
তবে অচিরেই আক্ষেপ শেষ হচ্ছে বাংলাদেশের। আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই শততম টেস্ট খেলার মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন মুশফিকুর রহিম। 'মিস্টার ডিপেন্ডেবল' খ্যাত এই সাবেক অধিনায়ক ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৯৮টি টেস্ট। অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দুটি খেললেই শততম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার বনে যাবেন মুশি।
উপলক্ষটা স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিক নিজেও উপলক্ষটা রাঙাতে চান। ১০০ টেস্ট খেলার মাইলফলক ছুঁতে তর সইছে না তারও। শনিবার (৮ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে নস্টালজিক করে তুলেছেন টাইগার ক্রিকেটের ভক্ত-সমর্থকদের। অভিষেক টেস্টের ক্যাপের ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন, 'সকল উত্থান-পতনের সঙ্গী…'। নিচে হ্যাশট্যাগে লিখেছেন, 'দ্য রোড টু অ্যা হান্ড্রেড।' সহজেই বোঝা যাচ্ছে তিনি কী বুঝাতে চেয়েছেন।
২০০৫ সালের ২৬ মে ঐতিহ্যবাহী লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মুশফিকের। এখন পর্যন্ত ৯৮ টেস্টের ১৮১ ইনিংসে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি। ১২টি সেঞ্চুরির পাশাপাশি ২৭টি অর্ধশতকও হাঁকিয়েছেন। সর্বোচ্চ ইনিংসটি ২১৯ (অপরাজিত)।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



