শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, আশ্বিন ৬ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

বন্ধ হচ্ছে ২৩৯টি অনলাইন নিউজ পোর্টাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ৩১ মে ২০২৩

বন্ধ হচ্ছে ২৩৯টি অনলাইন নিউজ পোর্টাল

ছবি সংগৃহীত

ঢাকা: ২৩৯টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুধবার (৩১ মে) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হকের (চুন্নু) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, অনলাইন সংবাদপত্রের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা আছে। সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন ২৩৯টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করাসহ লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে। এছাড়া কোনও অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।


সরকারি দলের বেনজীর আহমদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী জানান, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার সংখ্যা এক হাজার ১৫৮টি। এরমধ্যে দৈনিক পত্রিকা ৫২২টি, সাপ্তাহিক পত্রিকা ৩৪৭টি ও মাসিক পত্রিকা ২৮৯টি।  সরকারি বিজ্ঞাপন বর্তমানে চলচ্চিত্র প্রকাশনা অধিদফতর থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় না। তাই বিজ্ঞাপন বাবদ সরকারি ব্যয় বা রাজস্ব আয়ের সঠিক তথ্য এ অধিদফতরে সংরক্ষিত নেই।


তবে ‘এ’ শ্রেণিভুক্ত জাতীয় দিবসের ক্রোড়পত্র প্রকাশের বিল থেকে ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ সরকারি কর, ৪ শতাংশ আয়কর ও ২ শতাংশ সার্ভিস চার্জ আদায় বাবদ ২০২১-২০২২ অর্থ বছরে ঢকা জেলা থেকে প্রকাশিত পত্রিকা থেকে দুই কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৯৫৭ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) এর আওতাধীন বর্তমানে দেশে মোট ১৫টি চিনিকল রয়েছে। এরমধ্যে ২০২০-২০২১ মাড়াই মৌসুম থেকে সরকারি সিদ্ধান্তে ছয়টি চিনিকলের মাড়াই কাজ স্থগিত আছে। মাড়াই স্থগিত এ ছয় চিনিকলে পিপিপি/জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে নতুন চিনিকল/কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপনের জন্য বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের সাথে সম্ভাব্যতা যাচাইসহ আলোচনা চলমান রয়েছে।


দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ইউরিয়া সরকার কারখানাগুলোতে ২০২১-২০২২ অর্থবছরে ১০ লাখ ১০ হাজার ৩০৪ মেট্রিক টন উৎপাদন হয়েছে। চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে ২২ মে পযন্ত ইউরিয়া সারের প্রকৃত উৎপাদন ছয় লাখ ৬২ হাজার ৯২১ মেট্রিক টন।

তিনি জানান, উৎপাদিত সারে দেশের ২৭ শতাংশ চাহিদা মেটানো সম্ভব হয় এবং অবাশিষ্ট চাহিদার ৭৩ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

Warning: filesize(): stat failed for xhtml/gen_breaking.htm in /mnt/volume_sgp1_05/bangla4barta6bd0/public_html/common/scrollBreaking.php on line 1

শীর্ষ সংবাদ:

আন্দোলন-সংগ্রাম দেখলে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী সুন্দরবনে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধ বাংলাদেশে কিছু দিন ধরে আবারও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে সুদানে বাংলাদেশ দূতাবাসে গুলি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ৩ বিভাগে বৃষ্টি হতে পারে ৪১ ডিগ্রি ছাড়াল ঢাকার তাপমাত্রা, ৫৮ বছরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে, বলছে আবহাওয়া অধিদপ্তর ঈদে পদ্মাসেতুতে নয়, মহাসড়কে চলবে মোটরসাইকেল বঙ্গবাজারে ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নাটোরে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দেশের ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৪৪ টাকা এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৬৪০, সর্বনিম্ন ১১৫ টাকা কাভার্ডভ্যান কেড়ে নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ হাইকোর্টের রায়ে উপজেলা পরিষদে একচ্ছত্র কর্তৃত্ব হারালেন ইউএনওরা ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত দেশেজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নায়ক শাকিব খান প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩৯ হাজার ৩৬৫ গৃহহীন পরিবার দেশে কোটিপতির সংখ্যা এখন এক লাখ ৯ হাজার ৯৪৬ জন দেশে ১৭ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা হজযাত্রীদের জন্য প্লেন ভাড়া কমানো সম্ভব নয়, জানালেন বিমানের এমডি চলতি বছরের হজযাত্রীদের প্রথম ফ্লাইট ২১ মে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার সিলেটে অনুশীলনে চোট পেয়ে হাসপাতালে মেহেদি মিরাজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভোলায় ৪ জনের প্রাণ কেড়ে নিল যাত্রীবাহী বাস পরিবর্তন আসছে বিসিএস নন-ক্যাডার নিয়োগে মার্চ মাসে প্রতিদিন দেশে প্রবাসী আয় আসছে ৭৩০ কোটি টাকা জুনের মধ্যে পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের বাড়িতে সন্ত্রাসী তাওলাদ বাহিনীর গুলি বর্ষণ