ছবি: সংগৃহীত
চলতি বছর দেশের শোবিজে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল বেশ কয়েকজন তারকার বিয়ে। তাহসান খানের বিয়ে নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল দেশীয় শোবিজে। এ বছর বেশকিছু বিয়ের ঘটনা আলোচিত হয়েছে।
তাহসান খান
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান চলতি বছরের শুরুতেই বিয়ে করেন।
৪ জানুয়ারি এক ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি একজন মেকআপ আর্টিস্ট। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।
শবনম ফারিয়া
প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
মেহজাবীন চৌধুরী
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ে করেছেন ১৪ ফেব্রুয়ারি। তবে ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তা জানান। তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব।
সাবরিনা পড়শী
সংগীতশিল্পী সাবরিনা পড়শী বিয়ে করেন ২০২৪ সালের ৪ মার্চ। তবে বিষয়টি তিনি গোপন রেখেছিলেন।
চলতি বছরের ১২ জানুয়ারি তিনি বিয়ের কথা প্রকাশ করেন। তার স্বামীর নাম হামিম নিলয়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী।
শামীম হাসান সরকার
ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেছেন ৪ এপ্রিল। তার স্ত্রীর নাম আফসানা প্রীতি। শামীম হাসান সরকারের এটি দ্বিতীয় বিয়ে। নাট্যাঙ্গানের পূর্বেই প্রথম স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়।
আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান
গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান বিবাহবন্ধনে আবদ্ধ হন ৪ এপ্রিল। ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধমে নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেছেন।
অভিনেতা জামিল হোসেন ও মুনমুন
অভিনেতা জামিল হোসেন বিয়ে করেন ৬ এপ্রিল। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয় করেন। ঢাকায় বিয়ে হলেও পরে লন্ডনেও তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
মাহফুজ আনাম জেমস
নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তবে বিয়ে আগেই করে নিলেও এতদিন বিষয়টি গোপন রেখেছেন এ গায়ক। চলতি বছরের ২২ অক্টোবর তিনি তার তৃতীয় স্ত্রী ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন।
অমিতাভ রেজা চৌধুরী
তৃতীয়বার বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ১৪ নভেম্বর নিউইয়র্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক।
বাঁধন সরকার পূজা
এ বছর বিয়ে করেছেন সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। ২৪ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই। এর আগে মডেল অন্তুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই গায়িকা।
মিজানুর রহমান আরিয়ান
দেশের আলোচিত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান বিয়ে করেছেন ২ ডিসেম্বর। তার স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



