শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

কোহলিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন আনুশকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ২০ নভেম্বর ২০২৩

কোহলিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন আনুশকা

সংগৃহীত ছবি

পুরো বিশ্বকাপ জুড়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের গ্যালারি থেকে উৎসাহ দিয়ে গেছেন অগণিত দর্শক-সমর্থকরা। তাদের মধ্যে বিশেষ নজর ছিল ভারতীয় ক্রিকেটারদের বান্ধবী ও স্ত্রীদের দিকে। বিশেষ করে কোহলি হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করলে ক্যামেরা গেছে অভিনেত্রী ও স্ত্রী আনুশকার দিকে। এবার এই দম্পতির আরেকটি ছবি ভক্ত-সমর্থকদের হৃদয়ে নাড়া দিয়েছে। 

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়ে ক্রিকেটারেরা বিমর্ষে ভেঙে পড়েছেন। স্ত্রী-বান্ধবীরাও আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। আনুশকার সঙ্গে লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি, রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি ও রোহিত শর্মার স্ত্রী রিতিকা ছিলেন গ্যালারিতে। ঘণ্টাখানেক আগেই আনুশকা মাঠে পৌঁছে যান। কোহলিকে উৎসাহ দিতে থাকেন দর্শকসারি থেকে।


তবে যখনই অস্ট্রেলিয়া জয়ের সুবাস পেতে শুরু করেছিল, তখন থেকেই আনুশকার চোখেমুখে ছিল হতাশার ছাপ। গ্লেন ম্যাক্সওয়েলের শটে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হতেই হতাশায় দুই হাতে মুখ ঢেকে ফেলেন তিনি। চোখে হাত দিয়ে কান্না সামলানোর চেষ্টা করেন। কিন্তু পুরোপুরি পারেননি। পরে গ্যালারি থেকে মাঠে নেমে আসেন এবং জড়িয়ে ধরে সান্ত্বনা দেন কোহলিকে। তাদের এই আবেগঘন ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile