ছবি: সংগৃহীত
আইন-শৃঙ্খলা বাহিনী একটি দলের দিকে ‘ঝুঁকে’ পড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পাতানো আর কোনো নির্বাচন দেশ ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ শঙ্কার কথা জানান তিনি।
আজ সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।
এসময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। পরে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে আসেন আলোচনায় অংশ নেওয়া জামায়াত নেতারা।
সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকার এবং নির্বাচন কমিশনের একটি দলের প্রতি পক্ষপাতী আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠবে।
তিনি আরো বলেন, ‘বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে।’
জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে বলে জানান জামায়াতের এই নেতা।
এনসিপিকে ১০টি আসন ছাড়ের বিষয়ে তিনি বলেন, ‘এনসিপিকে ১০ আসনে ছাড় দেওয়ার যে খবর রটেছে, বিষয়টি ‘কাল্পনিক’।’ তিনি আরও বলেন, ‘জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা শিগগির হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



