ছবি: সংগৃহীত
করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তির দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে যুগান্তকারী পদক্ষেপ নিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্পূর্ণ অটোমেটেড ও ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে e-VAT System ব্যবহার করে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড পাঠানোর ব্যবস্থা চালু করা হয়েছে। এ উদ্যোগের ফলে ভ্যাট রিফান্ড প্রক্রিয়ায় স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ লক্ষ্যে এনবিআরের ভ্যাট ব্যবস্থাপনায় ব্যবহৃত e-VAT System-এ একটি নতুন অনলাইন রিফান্ড মডিউল সংযোজন করা হয়েছে। এই মডিউলের মাধ্যমে করদাতারা তাদের মাসিক মূসক (VAT) রিটার্ন দাখিলের সময়ই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের পর সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদনটি যাচাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করলে, প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার নির্ধারিত ব্যাংক হিসাবে স্থানান্তর হয়ে যাবে।
নতুন এই অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থাটি অর্থ বিভাগের iBAS++ (Integrated Budget and Accounting System)-এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) ব্যবহারের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে মধ্যবর্তী জটিলতা, কাগজপত্রের ঝামেলা এবং দীর্ঘসূত্রতা দূর হয়ে দ্রুততম সময়ে রিফান্ড অর্থ করদাতার ব্যাংক হিসাবে পৌঁছে যাবে।
আজ এই অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবদুর রহমান খান, এফসিএমএ। উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি ঢাকাস্থ তিনটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন তিনজন সম্মানিত করদাতার ব্যাংক হিসাবে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড অনলাইনের মাধ্যমে স্থানান্তর করেন। এটি দেশের ভ্যাট ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এতদিন ভ্যাট রিফান্ড পেতে করদাতাদের বারবার ভ্যাট অফিসে যেতে হতো, বিভিন্ন কাগজপত্র জমা দিতে হতো এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন এই অনলাইন ব্যবস্থার ফলে সেই ভোগান্তির অবসান ঘটবে।
এনবিআর সূত্র জানায়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ স্বচ্ছ, ট্র্যাকযোগ্য ও সময়সাশ্রয়ী। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল কিংবা অর্থ প্রাপ্তির জন্য করদাতাদের আর সরাসরি ভ্যাট কার্যালয়ে উপস্থিত থাকার প্রয়োজন হবে না। এতে একদিকে যেমন করদাতাদের সময় ও খরচ কমবে, অন্যদিকে প্রশাসনিক দক্ষতাও বাড়বে।
তবে কোনো করদাতার যদি রিফান্ড সংক্রান্ত তথ্য, প্রযুক্তিগত সমস্যা বা অতিরিক্ত সহযোগিতার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছে এনবিআর।
এনবিআর মনে করছে, কর ব্যবস্থাপনার প্রতিটি ধাপ ডিজিটাল করার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। অনলাইন ভ্যাট রিফান্ড ব্যবস্থা সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সম্মানিত করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে, করদাতাদের আস্থা বাড়বে এবং সামগ্রিকভাবে ভ্যাট ব্যবস্থাপনায় একটি আধুনিক ও জনবান্ধব সংস্কৃতি গড়ে উঠবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



