
সংগৃহীত ছবি
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের খেলাও তখন শেষের পথে। অপেক্ষা শুধু শেষ বাঁশি বাজার। কিন্তু তখনই ব্রাইটন-ম্যানচেস্টার-ইউনাইটেডের ম্যাচে মঞ্চস্থ হয় রোমাঞ্চকর এক নাটকের।
নিজেদের ডি-বক্সে লুক শ’র হাতে বল লাগায় পেনাল্টি পায় ব্রাইটন। এই পেনাল্টি গোলেই ব্রাইটনের মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফিরতে হয়েছে ইউনাইটেডকে।
৩৩ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট এখন ৬৩। এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের পয়েন্ট ৫৯। যারা আগের ম্যাচে ফুলহামকে হারিয়েছিল। এমনকি ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সেরা চারে থাকার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল ব্রাইটনও।
তাই পরের ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতে না পারলে বিপদে পড়ার সম্ভাবনা আছে ইউনাইটেডের।