ছবি: সংগৃহীত
নতুন বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। সর্বশেষ বোর্ড সভায় ২০২৬ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল বছর থেকে চুক্তিবদ্ধ থাকা খেলোয়াড়ের সংখ্যা ২২ জন থেকে বাড়িয়ে ২৭ করা হচ্ছে।
বোর্ড পরিচালক আমজাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে।
সর্বশেষ চুক্তিতে মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র দুই মাসের জন্য অন্তর্ভুক্ত ছিলেন। ফলে মার্চ থেকে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা নেমে আসে ২১ জনে। নতুন তালিকায় ছয়জন নতুন ক্রিকেটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
পাশাপাশি পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানও চুক্তিতে জায়গা পেতে পারেন। ২০২৬ সালে টেস্ট ও ওয়ানডে ম্যাচ বেশি থাকায় পেসার ইবাদত হোসেন চৌধুরী অথবা ব্যাটার মাহমুদুল হাসান জয়ের একজনকে চুক্তিতে রাখা হতে পারে। এ ছাড়া উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেও ফেরানোর চিন্তা করছে বোর্ড।
সবশেষ চুক্তিতে এ+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ, যার পারিশ্রমিক ছিল ১০ লাখ টাকা।
তবে চোটের কারণে টেস্ট ক্রিকেটে অনিয়মিত হওয়ায় এবার এ+ ক্যাটাগরিতে তার থাকার সম্ভাবনা নেই। তাসকিন নেমে যেতে পারেন ‘এ’ ক্যাটাগরিতে, যেখানে আগে থেকেই রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।
কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



