ছবি: সংগৃহীত
সম্প্রতি নানা বিতর্কের মধ্যেও র্যাংকিংয়ে সুখবর পেলেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। বল হাতে গেল বছর দারুণ পারফরম্যান্সের সুবাদে এই সুসংবাদ পেলেন দ্যা ফিজ খ্যাত এই তারকা।
আজ বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে মোস্তাফিজ উঠে এলেন সপ্তম পজিশনে। তার রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।
এদিকে পাঁচ ধাপ এগিয়ে নবম স্থানে এসেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ ৬৯১ পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে।
৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বরুণ চক্রবর্তী। ৭৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন আফগান তারকা রশিদ খান। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনে ও কিউই পেসার জ্যাকব ডাফি আছেন চতুর্থ স্থানে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



