
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
ঢাকা: নিষেধাজ্ঞায় কখনও সরকার পড়ে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেকেই নিষেধাজ্ঞা দিয়েছে। কিউবা এবং মিয়ামারের বিরুদ্ধেও বহু বছর ধরে বহু নিষেধাজ্ঞা, কই তাদের সরকার তো পড়ে যায়নি।
রোববার (২১ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, রাশিয়ার বিরুদ্ধে বহু নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ইউরোপের বিভিন্ন দেশ তাদের কাছ থেকে আমদানি করছে। নিষেধাজ্ঞা অথবা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না, ইতোমধ্যেই এটি প্রমাণিত।
হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই চমৎকার। গত ৫১ বছর ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নানা সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র আমাদের প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার।
এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির সার্কাস বহুদিন ধরে দেখছি। তারা বিভিন্ন সময় বিভিন্ন দফা দিয়েছে। তাদের দফা বাড়ে আবার কমে, জোটের আকার বাড়ে আবার কমে। নিজেরা ভাগ হয়, দ্বিখণ্ডিত হয়। তাদের এমন কর্মকাণ্ড মানুষের কাছে হাস্যরস কৌতুক ছাড়া আর কিছু নয়।
তথ্যমন্ত্রী বলেন, দেশে পণ্যের কোনো সংকট নেই। সরকারের কাছে সব ভোগ্যপণ্যের যথেষ্ট মজুত রয়েছে। কিন্তু দুঃখজনক, কিছু ব্যবসায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় থাকে। অস্বাভাবিকভাবে সিন্ডিকেট করে যারা পণ্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।