ছবি: সংগৃহীত
চাঁদাবাজরা রাতভর ব্যবসায়ী ও শিল্প মালিকদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের অংশগ্রহণে আয়োজিত বিজনেস সামিটে তিনি এ অভিযোগ করেন।
চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, চাঁদাবাজরা রাতভর ব্যবসায়ী ও শিল্প মালিকদের কাছে তদবির করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ীদের জন্য পাহারাদারের ভূমিকায় থাকবে জামায়াত।
বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে দেয়া হবে। ঘুষের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াবো।
ধনী-গরিবের সমন্বয় ও বৈষম্য দূর করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শিল্প উদ্যোক্তা আর শ্রমিকদের মধ্যে নানা সময়ে সংঘর্ষ হয়, এতে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে। তাই গরিব-ধনী সবার জন্য কর্মক্ষেত্রের জায়গায় বোঝাপড়া জরুরি।
এ সময় জনগণকে জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি দেশের জনশক্তি। অন্য অনেক অনেক দেশের তা নেই। আমাদের এই শক্তি কাজে লাগাতে হবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



