ছবি: সংগৃহীত
বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী এই দায়িত্ব গ্রহণ করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির ওই পদ শূন্য হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
যেখানে সভাপতিত্ব করেন তারেক রহমান।
সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তুষ্ট প্রকাশ করেছে। চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন সেজন্য সবাই দোয়া করেছেন।
তিনি জানান, সভায় নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে।
মির্জ ফখরুল বলেন, আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন মহল নানারকম ভাবে চক্রান্ত করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালানো হয়েছে। সম্প্রতি সেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর শাখার উত্তরের সাবেক সদস্য সচিব মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।
আমরা ইতোমধ্যে এর তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ প্রকাশ করেছি। এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বলতে চাই, এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় সেজন্য সরকারকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবেই চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হন। তবে এবার দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো। এখন থেকে তিনি চেয়ারম্যান পদবি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করতে পারবেন।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হন, সে ক্ষেত্রে তিনি শুধু নিজের বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে ব্যবহার করতে পারবেন। এসব ছবি পোর্ট্রেট আকারে হতে হবে এবং কোনো অনুষ্ঠান বা জনসভায় নেতৃত্বদান কিংবা প্রার্থনারত ভঙ্গিমায় প্রদর্শন করা যাবে না। এখন পোস্টারে কীভাবে ছবি ব্যবহার করা হবে সে বিষয়ে মির্জা ফখরুল স্পষ্ট কিছু বলেননি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করে স্থায়ী কমিটি। এরপর থেকেই মূলত তারেক রহমানে নেতৃত্বেই বিএনপি পরিচালিত হয়ে আসছে। চলতি বছরের ৩০ ডিসেম্বর বেগম জিয়া ইন্তেকাল করেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



