ছবি : সংগৃহীত
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র প্রধান নির্বাহী এবং বিতর্কিত গায়ক, সুরকার, সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার হয়েছেন।
উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে ঢাকার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি রওনক জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি রওনক বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা দায়ের করা আছে। এসব মামলায় তাকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
বাংলাবার্তা/এমআর