ছবি : সংগৃহীত
দেশের সকল সিটি করপোরেশনে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ।
আজ রোববার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করানো শেষে এ কথা বলেন তিনি।
হাসান আরিফ বলেন, সকল সিটি করপোরেশনে দ্রুতই পূর্ণাঙ্গ প্রশাসক দেওয়া হবে। আইনিভাবে চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমাও নির্ধারণ হবে।
তিনি বলেন, অন্তর্বর্তীকা সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে।চট্টগ্রাম সিটির নতুন মেয়রকে এই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে।
এর আগে চসিক নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন শপথ নেন। শপথ নেওয়া সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাতের একান্ত সচিব মারুফুল হক জানান, চসিক মেয়র আজই বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাবেন।
নতুন মেয়র আগামী ৫ নভেম্বর চট্টগ্রাম ফিরবেন এবং ওই দিনই দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাবার্তা/এমআর