ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও তা হাতে পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এই বিবৃতিতে হাইকমিশন জানায়, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বর্তমানে বিভিন্ন পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে। ভোটারদের দেয়া ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়া এবং অনেক ক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে না পারায় সরাসরি ব্যালট বিতরণে জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছানো সম্ভব হচ্ছে না।
হাইকমিশন সতর্ক করে বলেছে, সময়মতো ব্যালট সংগ্রহ ও তা যথাযথ প্রক্রিয়ায় ফেরত না পাঠালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হতে পারে।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া থেকে এরইমধ্যে প্রায় ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। প্রথমবারের মতো প্রবাসীদের এই বিশাল পরিসরে ভোটাধিকার দেয়ার উদ্যোগ নেয়া হলেও মাঠপর্যায়ে সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



