ছবি : সংগৃহীত
ফিলিপাইনের দক্ষিণে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানটি মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
শনিবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ৬ দিকে ফিলিপাইনের দক্ষিণে মিন্দানাওয়ের উপকূলবর্তী অগভীর সমুদ্র অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভূমিকম্পের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের ফলে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্প যখন হয়েছে সবাই তখন ঘুমিয়ে ছিল। প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন।
আরেক কর্মকর্তা জেরোমি রামিরেজ জানিয়েছেন, কম্পন ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। সেই সঙ্গে তিনি বলেছেন, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিভিন্ন দেশে যে মাত্রার ক্ষতি হয়, সেই তুলনায় বার্কেলোনা ও তার আশপাশে ক্ষতি হয়েছে অনেক কম।
বাংলাবার্তা/এআর