শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

আট দিন সুড়ঙ্গে আটকা ৪০ শ্রমিক, উদ্ধারে নতুন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ১৯ নভেম্বর ২০২৩

আট দিন সুড়ঙ্গে আটকা ৪০ শ্রমিক, উদ্ধারে নতুন কৌশল

ছবি সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের সুড়ঙ্গে গত আট দিন ধরে আটকে রয়েছেন ৪০ শ্রমিক। নানা চেষ্টার পর শুক্রবারের পর থেকে উদ্ধারকাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন নতুন কৌশল হাতে নেওয়া হয়েছে। তাদের উদ্ধারে এখন পাঁচটি পরিকল্পনায় জোর দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বিকল্প পরিকল্পনার ওপর জোর দেওয়া হচ্ছে। উদ্ধারকারীরা এতদিন সামনের দিক থেকে সুড়ঙ্গের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন,  এবার উপর দিক থেকে খোঁড়ার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে নতুন একটি রাস্তা তৈরি করা হচ্ছে যার মাধ্যমে সুড়ঙ্গে পৌঁছানো সহজ হবে। 


শুক্রবার বিকেলে সুড়ঙ্গ খোড়ার সময় বিকট শব্দ কানে আসে। ভিতরের কোথাও কোথাও ধস নামে। তারপর কাজ বন্ধ করে দেয় উদ্ধারকারীরা।


সুড়ঙ্গের ৬০ মিটার গভীরে আটকে আছেন শ্রমিকরা। এখন পর্যন্ত ২৪ মিটার খোঁড়া সম্ভব হয়েছে।

আটকে পড়া শ্রমিকদের মানসিকভাবে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। ওয়াকিটকির মাধ্যমে উদ্ধারকারীরা যোগাযোগ করছেন। টানেলের কাছে মোতায়েন রাখা হয়েছে  মেডিকেল টিম।


শ্রমিকদের নিরাপদে উদ্ধার করে আনতে থাইল্যান্ড এবং নরওয়ের দু’টি সংস্থাকে ডেকে পাঠিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই মুহূর্তে  ১৬৫ জন সুড়ঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন।

এদিকে দীর্ঘ সময় আটকে থাকায় শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তবে সবাই নিরাপদে আছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তাদের পাইপের মাধ্যমে খাবার, পানি পাঠানো হচ্ছে।

গত ১২ নভেম্বর ভোরে উত্তরাখণ্ডের নির্মাণাধীন সুড়ঙ্গের ভেতরে ধসের ঘটনা ঘটে। এতে আটকে পড়েন ৪০ জন নির্মাণ  শ্রমিক।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile