ছবি: সংগৃহীত
পেরুর দক্ষিণাঞ্চলীয় শহর আরিকুইপায় বুধবার ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। একটি বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ এএফপিকে জানিয়েছে।
আরিকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার অপোর্তো বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ৩৭, আর আহত ২৪ জন।’
এই দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আমেরিকার দেশটির অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
প্যানআমেরিকানা সুর হাইওয়ের একটি বাঁকানো অংশে ভোরের দিকে ঘটনাটি ঘটে , যা পেরুকে চিলির সঙ্গে সংযুক্ত করে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লিয়ামোসাস নামের একটি পরিবহন কম্পানির বাসটি চালা শহর (কারাভেলি প্রদেশ) থেকে আরিকুইপার উদ্দেশে যাত্রা করছিল। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিল।
বাঁক ঘুরতে গিয়ে বাসটি একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা উদ্ধার অভিযান চালান।
পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে, যার পেছনে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাস্তাঘাটের খারাপ অবস্থা, পর্যাপ্ত সাইনবোর্ডের অভাব এবং দুর্বল আইন প্রয়োগ ব্যবস্থা।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



