শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

হাসপাতালে ভর্তি অভিনেতা দীপঙ্কর দে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ৭ নভেম্বর ২০২৩

হাসপাতালে ভর্তি অভিনেতা দীপঙ্কর দে

অভিনেতা দীপঙ্কর দে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) রাতে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায়। তিনি জানান, সুগার ফল করে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 
জানা গেছে, বর্ষীয়ান এ অভিনেতার এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো।
 
অভিনেত্রী দোলন রায় আরও বলেন, শুক্রবার রাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে এখন অনেকটাই চিন্তামুক্ত। অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেবে।
 
জানা গেছে, দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর-দোলন। বয়স বেশি হওয়ায় এ তারকা দম্পতির বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়।
 
দীপঙ্কর দে একাধারে নায়ক, খলনায়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এ অভিনেতার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সত্যজিৎ রায় -এর সীমাবদ্ধ (১৯৭১) ৷ এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের গণশত্রু (১৯৯০), শাখা প্রশাখা ( ১৯৯০) এবং আগন্তুক (১৯৯১) চলচ্চিত্রেও অভিনয় করেন।
 
 
দীপঙ্কর দে এর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে: মন্দবাসার গল্প (২০১৭), শঙ্খচিল (২০১৬), হর হর ব্যোমকেশ (২০১৫), শেষ অঙ্ক (২০১৫), বাদশাহী আংটি (২০১৪), হেমলক সোসাইটি (২০১২), বাঞ্ছারামের বাগান (১৯৮০), হাইওয়ে (২০১৪), চিত্রাঙ্গদা (২০১২), ফান্দে পড়িয়া বগা কান্দে রে (২০১১), শত্রু (২০১১) প্রভৃতি।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile