শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

যেভাবে রুফির সঙ্গে হুমায়রা হিমুর সম্পর্ক গড়ে ওঠে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬, ৪ নভেম্বর ২০২৩; আপডেট: ১২:৪৭, ৪ নভেম্বর ২০২৩

যেভাবে রুফির সঙ্গে হুমায়রা হিমুর সম্পর্ক গড়ে ওঠে

সংগৃহীত ছবি

বহুল আলোচিত জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।


শুক্রবার (০৩ নভেম্বর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১ এর একটি টিম। 


জানা যায়, বুধবার বিকেলে হিমুকে হাসপাতালে নিয়ে যান রুফি। অভিনেত্রীর মৃত্যুর পরই তিনি হিমুর মোবাইল ফোনসহ পালিয়ে যান। বিবাহিত রুফির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু কিভাবে রুফির সঙ্গে হুমায়রা হিমুর সম্পর্ক গড়ে ওঠে? 

হিমুর মৃত্যুর খবর শুনে ছুটে আসেন অভিনেত্রীর খালা। গণমাধ্যমকে তিনি জানান, আমি যতটুকু জানি বিগো অ্যাপ থেকেই ছেলেটির সঙ্গে পরিচয় হয় হিমুর। ওর বিগোর একটা ভালো টপ সেন্ডার ছিল। আমি ওকে বলেছিলাম যে, বিগোতে তুমি লাইভ কর, তারা তোমার সাপোর্টার এই পর্যন্তই তুমি থাক, বিয়ে পর্যন্ত যেয়ো না। ৪/৫ দিন আগে এতটুকু কথাই ওর সঙ্গে আমার হয়েছিল।

হিমুর খালা বলেন, আজকে এখানে এসেই জানলাম যে, রুফির নম্বরও ব্লক করেছে। এতকিছু তো আসলে জানি না। আনুমানিক দুপুর ২/৩ টার দিকে ছেলেটা হিমুর বাসায় গিয়েছিল এবং বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিল। কিন্তু স্পটে মেকআপ আর্টিস্ট মিহিরও ছিল। তাই সেই ভালো বলতে পারবে আসলে কি হয়েছিল।

জানা গেছে, হিমুর মৃত্যুর সময় তার বাসায় উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট মিহির এবং হিমুর বন্ধু রুফি। মূলত তারাই হাসপাতালে নিয়ে যায় হিমুকে। তবে অভিনেত্রীর মরদেহ হাসপাতালে রেখেই তার ফোন নিয়ে পালিয়েছে রুফি। 

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile