
স্টুডিওতে পাঞ্জাবি ‘দো গ্যালান’ গানে কণ্ঠ দিচ্ছেন সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা।
ঢাকা: বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী রায় শ্রীপর্ণা গানের জগতে আলোড়ন সৃষ্টি করে চলেছেন। শ্রোতাদের দিচ্ছেন একের পর এক ধামাকা উপহার। সবাইকে অবাক করে এবার তিনি কণ্ঠ দিলেন পাঞ্জাবি ভাষার গানে।
হিন্দি ও বাংলা গানে দর্শকদের মন জয় করা এই শিল্পী নতুন পাঞ্জাবি গান রিলিজ দিয়ে সাড়া ফেললেন নেটদুনিয়ায়।
বৃহস্পতিবার (০৮ জুন) ভারতের স্থানীয় সময় বিকেল ৫টায় শিল্পীর Roy Sreeparna নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে।
রায় শ্রীপর্ণার কভার করা ‘দো গ্যালান’ শিরোনামের পাঞ্জাবি এ গানে সংগীত প্রযোজনায় ছিলেন দেবদীপ বণিক। গানটি রেকর্ড করা হয়েছে ORB ক্রিয়েশন স্টুডিওতে। চিত্রগ্রাহক ছিলেন মনজিৎ দেববর্মা।
পাঞ্জাবি গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে রায় শ্রীপর্ণা বলেন, ‘এটা আমার নতুন অভিজ্ঞতা, খানিকটা চ্যালেঞ্জও বটে। দো গ্যালান শিরোনামের গানটি আমার খুব প্রিয়। ১০ জুন আমার জন্মদিন। এ উৎসবকে সামনে রেখে গানটি রিলিজ দিতে পেরে অনেক আনন্দ লাগছে। আশা করি বরাবরের মতোই ভক্ত শ্রোতারা আমার সঙ্গেই থাকবেন। দো গ্যালান গানটির কথা ও সুর গ্যারি সান্ধু। মূল শিল্পীও তিনি।’
এর আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে গত মে মাসের ৬ তারিখে সংগীতশিল্পী রায় শ্রীপর্ণার কণ্ঠে প্রকাশ পায় ‘ও যে মানে না মানা’। রবীন্দ্রসংগীতটি প্রকাশের পর শ্রোতাদের প্রশংসায় ভাসেন তিনি।
উল্লেখ্য, ক্লাসিক্যাল মিউজিকে ভারতে স্বর্ণপদক পাওয়া রায় শ্রীপর্ণার কণ্ঠে কন্যা আইল, দিলকো করার আয়া, জান নিসার, কলঙ্ক, ঢাক বাজা, কাসর বাজা, দ্য লিজেন্ড, সাইয়ান, ও যে মানে না মানা শিরোনামের গান নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।