
সংগৃহীত ছবি
চিত্রনায়িকা বুবলীর আর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শাকিব খান। অন বা অফস্ক্রিনেও তাদের আর একসাথে দেখা যাবে না বলেও মন্তব্য করেছেন এই নায়ক।
শাকিব বলেছেন, বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমায় কাজ করব না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। আপনারা যদি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন, একটা রোমান্টিক গান কিন্তু দুই শিল্পীর মধ্যে একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের।’
অভিনয়জীবনে এবারই প্রথম এমনটা হয়েছে উল্লেখ করে কিং খান বলেন, ‘আমার পুরো অভিনয়জীবনে এমনটা কখনও ঘটেনি। কারণ, আমি আর কোনো দিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।’
প্রসঙ্গত, শবনম বুবলী পেশায় একজন সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিবের হাত ধরে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক প্রশংসা কুড়ায় এই জুটি। এরপর একের পর এক সিনেমায় পর্দা ভাগ করেন তারা। সবগুলো সিনেমাই পেয়েছে দর্শকপ্রিয়তা।