
সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা
ঢাকা: একেপর এক চমক সৃষ্টি করেই যাচ্ছে সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা। ভক্ত শ্রোতাদের বিভিন্ন ধরনের গানে মাতিয়ে রাখছেন তিনি। ভারত-বাংলাদেশের তুমুল জনপ্রিয় এ শিল্পী এবার বাজিমাত করলেন রবীন্দ্রসংগীত গেয়ে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘ও যে মানে না মানা’ রিলিজ হওয়ার পর থেকেই তার সুরের জাদুতে বুঁদ হয়ে আছেন নেটিজেনরা।
জন্মতিথিতে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করতেই রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিলেন তিনি।
শনিবার (০৬ মে) ভারতের স্থানীয় সময় বিকেলে শিল্পীর RoySreeparna নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়েছে।
রবীন্দ্রসংগীতটি রেকর্ড করা হয়েছে ওআরবি ক্রিয়েশন স্টুডিওতে। মিউজিক প্রোডাকশনে ছিলেন দেবদীপ বণিক। সিনেমাটোগ্রাফার ও সম্পাদনায় ছিলেন মনজিৎ দেববর্মা।
রায় শ্রীপর্ণা বাংলাবার্তাকে বলেন, ‘বহুদিন ধরে ভাবছিলাম আমার শ্রোতাদের জন্য রবীন্দ্রসংগীত গাইব। সেই ইচ্ছেটা পূরণ করলাম ২৫ বৈশাখকে সামনে রেখে। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সংগীত গাওয়ার চেষ্টা করলাম মাত্র। ‘ও যে মানে না মানা’ শিরোনামের সংগীতটি আমার খুবই প্রিয়। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে। বরাবরের মতোই শ্রোতারা আমার পাশে থাকবে বলে বিশ্বাস রাখি। সবার জন্য আমার অকৃত্রিম ভালোবাসা রইল।’
রবীন্দ্রসংগীত প্রকাশের আগে শিল্পী তার ফেসবুক পেজে লিখেছিলেন, ‘অনেকদিনের ইচ্ছে কবিগুরুর গান গাইব। ভীষণ ভয় লাগে গাইতে। তাও এবার সাহস করে গেয়েই ফেললাম। সামনেই ২৫ এ বৈশাখ। তার আগে কবিগুরুকে আমার মতো করে শ্রদ্ধা। রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি। জানি পাশে থাকবেন আপনারা। চোখ রাখতে হবে কিন্তু আমার ফেইসবুক পেইজে এবং ইউটিউব চ্যানেলে।’
উল্লেখ্য, ক্লাসিক্যাল মিউজিকে ভারতে স্বর্ণপদক পাওয়া রায় শ্রীপর্ণার কণ্ঠে কন্যা আইল, দিলকো করার আয়া, জান নিসার, কলঙ্ক, ঢাক বাজা, কাসর বাজা, দ্য লিজেন্ড ও সাইয়ান শিরোনামের গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে।