ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুর অসুস্থ। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে। এমন হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন অনেকেই।
জানা গেছে, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম।
বিষয়টি নাড়িয়ে দিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, খবরটি দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছেন না তিনি।
কুকুরছানাগুলোর হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে অভিনেতা নিলয় আলমগীর একটি পোস্ট দেন নিজের ফেসবুকে।
নিলয় লিখেছিলেন, ‘ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।’
ওই পোস্টের মন্তব্যের ঘরে তৌসিফ লেখেন, সকালে নিউজটা দেখার পর থেকে এখনো নরমাল হতে পারছি না।
তৌসিফ-নিলয় ছাড়াও এমন ঘটনার নিন্দা জানিয়েছেন জয়া আহসান, তানিয়া বৃষ্টি, সাদিয়া আয়মানসহ আরো অনেকে।
সবার একটাই দাবি, ‘এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তি।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



