ছবি: সংগৃহীত
পলক মুচ্ছল বলিউডের একজন জনপ্রিয় গায়িকা। তিনি বলিউডের অন্দরে এক অনবদ্য নাম। এবার মানবিক উদ্যোগ নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম লেখালেন গায়িকা।
একাধিক সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী এবার ৩ হাজার ৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম লেখালেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিবেদিত প্রাণ পলক মুচ্ছল। অনেকেই জানেন না, দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মূলত তিনি কনসার্ট করে থাকেন। তার এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন পরিবর্তন হয়েছে।
পলকের এই মানবসেবার অসাধারণ পথচলা শুরু হয় মাত্র সাত বছর বয়সে। ট্রেনে এক জায়গায় যাওয়ার পথে কিছু দুঃস্থ শিশুকে দেখে তার জীবনের গতিপথ বদলে যায়। সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’
সেই প্রতিজ্ঞা থেকে জন্ম নেয় 'পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন', যার মাধ্যমে বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় নেমে গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সেই তিনি ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন।
একটি স্কুল পড়ুয়ার হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে পলকের হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু। শিল্পীর এই মানবিক উদ্যোগ তাকে প্রথম কোনো বলিউড গায়িকা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান করে দিয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



