ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে মাছ রপ্তানি অনির্দিষ্টকাল বন্ধ হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে ব্যবসায়ীরা মাছ ও শুঁটকি রপ্তানি করতে পারছেন না। জটিলতা দীর্ঘায়িত হলে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার রপ্তানি আয়ের ক্ষতি হতে পারে বলে তারা জানান।
খোঁজে জানা গেছে, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ৫০–৭০ টন হিমায়িত মাছ রপ্তানি হয়। রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া ও পাবদাসসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ প্রতি কেজি ২.৫ মার্কিন ডলারে রপ্তানি হয়। মৎস্য বিভাগ মাছ ও শুঁটকি রপ্তানির জন্য সনদ প্রদান করে। আগে এই সনদ ম্যানুয়ালি দেওয়া হলেও ১৩ নভেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন প্রক্রিয়া চালুর নির্দেশ দেয়। কিন্তু মৎস্য অধিদপ্তর অনলাইন সনদ প্রদান না করায় বৃহস্পতিবার থেকে রপ্তানিকারকরা বিল অব এন্ট্রি করতে পারছেন না এবং ফলে মাছ রপ্তানি বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জানান, বন্দরের রপ্তানি আয়ের সিংহভাগই আসে মাছ রপ্তানির মাধ্যমে। এনবিআরের চিঠির আলোকে সনদ অনলাইন করার ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় মাশুল দিতে হচ্ছে ব্যবসায়ীদের। জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার মাছ রপ্তানি ব্যাহত হবে। এতে করে সরকার রেমিট্যান্স হারাবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘এনবিআরের নির্দেশনার বিষয়টি আমাদের জানা ছিল না। গতকালই আমরা জানতে পেরেছি। আজকে মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।’
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



