
ছবি সংগৃহীত
সাতক্ষীরার আশাশুনিতে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
নিহতরা হলেন, খুলনার পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন ও লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, তার স্ত্রী রেশমা খাতুন এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাইকগাছা এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান অটোযানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফজিলা খাতুন ও আছিয়া বেগম মারা যান। নিহতরা ওমরা হজে যাচ্ছিলেন বলে জানা যায়।
এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আর আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার বলেন, পিকআপভ্যান এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ২ চালককে আটক করা সম্ভব হয়নি।
বাংলাবার্তা/আরইউ