শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

টাঙ্গাইলে থেমে থাকা কমিউটার ট্রেনে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৮, ১৬ নভেম্বর ২০২৩

টাঙ্গাইলে থেমে থাকা কমিউটার ট্রেনে আগুন

সংগৃহীত ছবি

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে থেমে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে থেকে নেমে পড়েন। 


স্টেশন সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ভোররাতের দিকে ঘারিন্দা রেলস্টেশনে থেমে থাকা কমিউটার ট্রেনে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রেনটির তিনটি বগি পুড়ে গেছে। রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশ সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল।


ঘারিন্দা স্টেশনমাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুটি বগি সম্পন্ন পুড়ে গেছে। এ ছাড়াও আরও একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile