বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, জ্যৈষ্ঠ ১৭ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ২১ মে ২০২৩

আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১৫ চরমপন্থির আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জ: আত্মসমর্পণকারী চরমপন্থীদের বিরুদ্ধে সব মামলা পর্যালোচনা করে সে অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (২১ মে) সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত ৩১৫ চরমপন্থির আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলনবিলসহ আশপাশের অঞ্চলগুলো দুর্গম থাকায় চরমপন্থিরা এ অঞ্চলে তাদের ঘাঁটি স্থাপন করে।


আদর্শিক দ্বন্দ্ব কিংবা আর্থিক ভাগাভাগির ফলে সংগঠনগুলো ক্রমাগত বিভেদ সৃষ্টি হয়ে ভিন্ন ভিন্ন নামে দল-উপদলে বিভক্ত হয়। তবে তাদের কর্মকাণ্ড ছিল একই রকম। প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের ফলে সন্ত্রাসী পেশা ছাড়ুন আলোকিত জীবন গড়ুন- এ স্লোগান সামনে রেখে ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের দূরদর্শী নেতৃত্বে দেশের দক্ষিণাঞ্চলে সন্ত্রাস দমন ও চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।  

আজ আবার ৩১৫ চরমপন্থি আত্মসমর্পণ করায় আমরা সবাই আনন্দিত। তবে যারা আত্মসমর্পণ করবেন না তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, যদি কেউ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তাদের বিরুদ্ধে কঠিনতর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

র‌্যাবের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব এখন জনগণের বিশ্বাস ও আস্থার জায়গায় পরিণত হয়েছে। যেখানে যেখানে জঙ্গি-চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান সেখানে র‌্যাবের নিরলস প্রচেষ্টায় আত্মসমর্পণ প্রক্রিয়ার মাধ্যমে সাফল্য অর্জিত হচ্ছে। আমরা র‌্যাবকে সব ধরনের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির জন্য তাদের যা প্রয়োজন সবকিছু দিয়েছি। কেউ যদি বলেন, দুর্গম চরাঞ্চলে বসে থাকবেন আর আমরা আপনাদের ধরতে পারবো না, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। স্বাভাবিক জীবন সমাজের প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। বিষয়টি উপলব্দি করার মাধ্যমে বিপথগামী চরমপন্থি গোষ্ঠীকে সঠিক-সুন্দর পথে ফিরিয়ে আনতে র‌্যাব যে কাজ করেছে তা প্রশংসনীয়।

র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য দের- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, র‌্যাব-১২ অধিনায়ক এডিশনাল ডিআইজি মারুফ হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, আত্মসমর্পণকারী দলের কয়েক সদস্য ও তাদের স্বজনরা।  

এ সময় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, মেরিনা জাহান কবিতা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস উপস্থিত ছিলেন।  

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile

Warning: filesize(): stat failed for xhtml/gen_breaking.htm in /mnt/volume_sgp1_05/bangla4barta6bd0/public_html/common/scrollBreaking.php on line 1

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে কিছু দিন ধরে আবারও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে সুদানে বাংলাদেশ দূতাবাসে গুলি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর, ৩ বিভাগে বৃষ্টি হতে পারে ৪১ ডিগ্রি ছাড়াল ঢাকার তাপমাত্রা, ৫৮ বছরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে, বলছে আবহাওয়া অধিদপ্তর ঈদে পদ্মাসেতুতে নয়, মহাসড়কে চলবে মোটরসাইকেল বঙ্গবাজারে ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নাটোরে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দেশের ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৪৪ টাকা এ বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৬৪০, সর্বনিম্ন ১১৫ টাকা কাভার্ডভ্যান কেড়ে নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ হাইকোর্টের রায়ে উপজেলা পরিষদে একচ্ছত্র কর্তৃত্ব হারালেন ইউএনওরা ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত দেশেজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নায়ক শাকিব খান প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩৯ হাজার ৩৬৫ গৃহহীন পরিবার দেশে কোটিপতির সংখ্যা এখন এক লাখ ৯ হাজার ৯৪৬ জন দেশে ১৭ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা হজযাত্রীদের জন্য প্লেন ভাড়া কমানো সম্ভব নয়, জানালেন বিমানের এমডি চলতি বছরের হজযাত্রীদের প্রথম ফ্লাইট ২১ মে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতার সিলেটে অনুশীলনে চোট পেয়ে হাসপাতালে মেহেদি মিরাজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভোলায় ৪ জনের প্রাণ কেড়ে নিল যাত্রীবাহী বাস পরিবর্তন আসছে বিসিএস নন-ক্যাডার নিয়োগে মার্চ মাসে প্রতিদিন দেশে প্রবাসী আয় আসছে ৭৩০ কোটি টাকা জুনের মধ্যে পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুমের বাড়িতে সন্ত্রাসী তাওলাদ বাহিনীর গুলি বর্ষণ