ছবি: সংগৃহীত
গত ২৫ জানুয়ারি বাংলা বার্তায় ‘সংসদ নির্বাচনে এআইয়ের অপব্যবহার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বাংলা বার্তা যে সোর্স থেকে কনটেন্টটি নিয়েছিল সেখানে তিনজন বিশেষজ্ঞের বক্তব্য উল্লেখ করা হয়।
প্রতিবেদনটিতে ডিসমিসল্যাবের গবেষক হিসেবে তাসনিম খালেদ নামের এক ব্যক্তির উদ্ধৃতি ব্যবহার করে বলা হয়, “নির্বাচন যত ঘনিয়ে আসে, ভিডিওভিত্তিক অপতথ্যের ব্যবহার তত বাড়ে, কারণ ভিডিও মানুষ বেশি বিশ্বাস করে।”
একই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রাশেদ মাহমুদ–এর নামে ডিপফেক নিয়ে মন্তব্য যুক্ত করা হয়। এছাড়া প্রতিবেদনে বুয়েটের সাইবার সিকিউরিটি গবেষক ড. সায়েম আহমেদ–এর নামেও এআই–সংক্রান্ত বক্তব্য তুলে ধরা হয়।
বাংলা বার্তা নিশ্চিত হয়েছে, প্রতিবেদনে উল্লিখিত তিন ব্যক্তির যে নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে সেগুলোর অস্তিত্ব নেই। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য বাংলা বার্তা দুঃখপ্রকাশ করছে। সম্পাদকীয় নীতি অনুযায়ী আমরা বিভ্রান্তিকর ওই সংবাদটি পোর্টাল থেকে অপসারণ করেছি।
ভবিষ্যতে এই ধরনের ভুল মোকাবিলায় আমরা সচেতন থাকব।
-বার্তা সম্পাদক
বাংলাবার্তা/এসজে
.png)
.png)
.png)



