সংগৃহীত ছবি
দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় গত জানুয়ারিতে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিক্ল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালতে (স্পোর্টস গ্যারান্টি বোর্ড) আপিল করেছিল জুভেন্টাস।
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের আপিল বিভাগ অবশেষে সেই রায় পুনর্বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। নতুন রায় অনুযায়ী চলতি মৌসুমে ১০ পয়েন্ট কাটা হয়েছে জুভেন্টাসের। এতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনায় বড়সড় ধাক্কা লাগল ইতালিয়ান এই ক্লাবটির।
পয়েন্ট কাটার আগে সিরি আ'তে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছিল জুভরা। ১০ পয়েন্ট কাটায় এখন সাত নম্বরে নেমে যাওয়া দলটির ৩৫ ম্যাচে সংগ্রহ ৫৯ পয়েন্ট। হাতে আছে দুটি ম্যাচ। চার নম্বরে থাকা এসি মিলান এখন তাদের থেকে ৫ পয়েন্ট এগিয়ে।
হতাশাজনক এই সিদ্ধান্তের পর জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, 'অদ্ভুত একটা পরিস্থিতি। ম্যাচ শুরুর দশ মিনিট আগে জানতে পারি আমাদের পয়েন্ট কর্তন হয়েছে।'
আদালতের রায়ের পর টুইটারে জুভেন্টাস বলেছে, তারা আদালতের সিদ্ধান্তকে আমলে নিয়ে ইতালির শীর্ষ ক্রীড়া সংস্থায় এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।