ছবি: সংগৃহীত
জুনিয়র হকি বিশ্বকাপে হ্যাটট্রিককে অভ্যাসে পরিণত করেছেন আমিরুল ইসলাম। ৬ ম্যাচের পাঁচটিতেই এই কীর্তি গড়েছেন তিনি। যার শেষটি আজ করেছেন মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে। সবমিলিয়ে ১৮ গোল করেছেন তিনি।
আমিরুলের দুর্দান্ত পারফরম্যান্সে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে বাংলাদেশ। অস্ট্রিয়ার বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলের হয়ে বাকি দুটি গোল করেছেন রাকিবুল হাসান ও হোজাইফা হোসেন।
স্থান নির্ধারণী পর্বকে এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা।
সেই হিসেবে ১৭তম স্থান নির্ধারণী ম্যাচ জিতে শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথম দুই কোয়ার্টারে একটি করে গোল পায় বাংলাদেশ। ১৫ মিনিটে প্রথম গোলটি করেন আমিরুল। আর ২৭ মিনিটে করেন হোজাইফা।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৩৫ মিনিটের গোলটি করেন রাকিবুল। অন্যদিকে অস্ট্রিয়িার হয়ে ৪৪ মিনিটে ব্যবধান কমান আন্দর লোসনসি। শেষ কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রিয়া। ৫০ ও ৫২ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে জয়ের কাজটা প্রায় সেরে রাখেন আমিরুল।
তবে ৫১ মিনিটে বেনজামিন কেলনার পর ৫৭ মিনিটে জুলিয়ান কাইজার ব্যবধান ৫-৩ করে জমিয়ে দেয় ম্যাচ। শেষ দিকে মাতেয়ুজ নিকোভিয়াক আরেকটি গোল করলেও জয় ঠিকই পেয়েছে বাংলাদেশ।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



