ছবি: সংগৃহীত
সারা দেশে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন। সভা শেষে জানানো হয়, সোমবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২১ জানুয়ারি বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সারা দেশে পবিত্র শবেবরাত উদযাপিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শবেবরাত বা ‘লাইলাতুল বরাত’ মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার ও নফল নামাজের মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি ও রহমত কামনা করেন। ধর্মপ্রাণ মুসলমানরা শবেবরাত থেকেই পবিত্র রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করেন।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



