ছবি: সংগৃহীত
দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা তৈরির লক্ষ্যে নির্বাচনী ইশতেহার সাজাচ্ছে জামায়াত। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে থাকবে আলাদা গুরুত্ব। তরুণদের কর্মসংস্থান, নারীর অধিকার ও স্বাস্থ্যখাত নিয়ে বিশেষ উদ্যোগ থাকছে জোট সঙ্গী এনসিপির ইশতেহারে। ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেবেন এনসিপি এমনটাই জানান দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক এনসিপি কাজ করে যাবে তার নিজস্ব মধ্যপন্থি রাজনৈতিক ধারায়।
নির্বাচন যত এগোচ্ছে, ভোটারদের আকৃষ্ট করতে ততই ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের প্রত্যাশা পূরণের রূপরেখা, ইশতেহার নিয়ে সব রাজনৈতিক দলই কাজ করে যাচ্ছে।
জামায়াতের ইশতেহারে দুর্নীতি শূন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আলাদা গুরুত্ব থাকবে বলে জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রবর্তনে দলটি নিজেদের ভাবনা তুলে ধরবে ইশতেহারে। নারী অধিকার রক্ষায় জামায়াতের অবস্থান সম্পর্কে ইশতেহারে পরিষ্কার ধারণা দেয়া হবে বলেও জানান তিনি।
মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আলাদা গুরুত্ব থাকবে, জানান জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এদিকে জামায়াতের জোটসঙ্গী এনসিপি কাজ করছে আলাদা ইশতেহার নিয়ে, যার ভিত্তি হবে স্বনির্ভরতা। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বকে মূল লক্ষ্য করে বেশ কিছু পরিকল্পনার কথা জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন। তরুণদের কর্মসংস্থান, নারীর অধিকার ও স্বাস্থ্যখাত নিয়ে রয়েছে এনসিপির বিশেষ পরিকল্পনা বলেও জানান তিনি।
একটি বিশেষ রাজনৈতিক দল ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে এমন অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন আরও বলেন বাস্তবায়নযোগ্য ইশতেহার দিবে এনসিপি, যাতে থাকবে জবাবদিহিতাও।
নির্বাচন শেষ হওয়া পরে এনসিপির ইশতেহারে যা আছে, সেই অনুসারে কাজ করবে, বললেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
জোটের সিদ্ধান্ত শুধু নির্বাচন কেন্দ্রিক এমনটি আবারও জানিয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক এনসিপি কাজ করে যাবে তার নিজস্ব মধ্যপন্থি রাজনৈতিক ধারায়।
তিনি আরও বলেন, এটি যখন নির্বাচনী জোট, সুতরাং নির্বাচন শেষ হওয়া পরে তার (এনসিপি) যে ইশতেহার আছে, সেই অনুসারে কাজ করবে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



