ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন।
গতকাল রবিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে প্রচারণা শুরু করবেন। তবে এটা এখনো চূড়ান্ত করা হয়নি।
তিনি কখন কিভাবে যাবেন, সঙ্গে কারা যাবেন তা এখনো ঠিক করা হয়নি। বৈঠক করে এটা ঠিক করা হবে।’
বিএনপির একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান পুণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন। এরপর দেশের বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশগ্রহণ করবেন তিনি।
গত শনিবার ঢাকায় একটি হোটেলে তারেক রহমান জানিয়েছেন, বিএনপি ২২ জানুয়ারি থেকে তাদের দলের পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করবে।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এর পরের দিন ২২ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবে।
এর আগে গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



