
ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের ৪ অতিরিক্ত কমিশনারকে কমিশনার পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বতীকালীন সরকার। বুধবার (০৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এতে বলা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের অতিরিক্ত কমিশনার অরুন কুমার বিশ্বাস, এস এম সোহেল রহমান, শামীম আরা বেগম ও মোহাম্মদ শফি উদ্দিনকে কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পূর্ববর্তী পদের দায়িত্ব হস্তান্তর করে চলতি দায়িত্বের পদে যোগদান করবেন জানিয়ে আদেশে আরও বলা হয়, চলতি দায়িত্ব পালনকারী কর্মকর্তারা চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে পদায়ন, বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনরূপ অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না।
এছাড়া, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থ বিভাগ থেকে সময় সময় জারি করা আদেশে উল্লিখিত হারে ও শর্তে কার্যভারভাতা প্রাপ্য হবেন। পাশাপাশি চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বপ্রাপ্ত পদের সঙ্গে আবশ্যিকভাবে ‘চলতি দায়িত্ব’ শব্দদ্বয় যোগ করবেন।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বাংলাবার্তা/এআর