
বাংলাবার্তা
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে আয়োজিত এক আডম্বরপূর্ণ অনুষ্ঠানে হাইকমিশনার তার পরিচয়পত্র পেশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পরিচয়পত্র পেশকালে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে পাকিস্তান সরকারের ইচ্ছা পোষণ করেন।
হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশে তার নিয়োগে তাকে অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে হাইকমিশনারের স্ত্রী সৈয়দা শাজিয়া নাহিদও উপস্থিত ছিলেন।